রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চল্লিশ হাদিস শরিফ

হযরত  ইবনে   আব্বাস, আনাস  এবং আবু  হুরায়রা রাদ্বিয়াল্লাহু  আনহুম    কর্তৃক বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে    ব্যক্তি    দীনের    খেদমতে    আমার    হাদিস    থেকে  চল্লিশটি  হাদিস    মুখস্ত  রাখবে  এবং  তা  অন্যের  কাছে  প্রচার   করবে, হাশরের দিন  আল্লাহ্‌ পাক তাকে ফকীহ এবং        আলেমগণের        কাতারে        শামিল       করবেন।” [মুসনাদে     আবু     ইয়ালা,     জামি    বয়ানুল    ইলম     ওয়া ফাদ্বলিহঃ        ১:১৯৪,         কানযুল         উম্মালঃ        ১০:১৩৬ (২৯১৮২)]

ইবনে  উমর   রাদ্বিয়াল্লাহু  আনহুমা থেকে  বর্ণিত,  রাসূল সাল্লাল্লাহু     আলাইহি    ওয়াসাল্লাম    বলেন,      যে      ব্যক্তি চল্লিশটি   হাদিস    শিখবে  এবং  আমার    উম্মাহর   নিকট পৌঁছে  দেবে,  কিয়ামতের  দিন    সে  আমার  শাফায়াত   লাভ করবে কিংবা আমি তার জন্য সাক্ষী হবো। [জামি বয়ানুল ইলম ওয়া ফাদ্বলিহঃ ১:১৯৩]

২১ নং হাদিস

ইবারত

إِنَّمَا اْلأَعْمَالُ بِالنِّيَّاتِ

উচ্চারণ

ইন্নামাল আমালু বিন নিয়াত

অনুবাদ

সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল।

২২ নং হাদিস

ইবারত

خيركم من تعلم القران وعلمه

উচ্চারণ

খইরুকুম মান তায়াল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু

অনুবাদ

তোমাদের মধ্যে সবোর্ত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।

১ নং হাদিস শরিফ

ইবারত

أخلص دينك يكفك العمل لقليل

উচ্চারণ

আখলিস দ্বিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল

অনুবাদ

তোমার দ্বিনকে খাটি কর, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে।

২ নং হাদিস শরিফ

ইবারত

خيركم من تعلم القران وعلمه

উচ্চারণ

খইরুকুম মান তায়াল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু

অনুবাদ

তোমাদের মধ্যে সবোর্ত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।

৩ নং হাদিস শরিফ

ইবারত

إِنَّمَا اْلأَعْمَالُ بِالنِّيَّاتِ

উচ্চারণ

ইন্নামাল আমালু বিন নিয়াত

অনুবাদ

সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল।

৪ নং হাদিস শরিফ

ইবারত

طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ.

উচ্চারণ

তলাবুল ইলমি ফারিদ্বাতুন য়ালা কুল্লি মুসলিমিন

অনুবাদ

ইলমে দ্বিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

৫ নং হাদিস শরিফ

ইবারত

افضل-العيبادة-علاوة-القرآن

উচ্চারণ

আফদ্বলুল ইবাদাতি তিলায়াতুল কুরআনি

অনুবাদ

কুরআন মাজিদ তিলাওয়াত করা সবোত্তর্ম ইবাদত।

৬ নং হাদিস শরিফ

ইবারত

ا///

উচ্চারণ

মাজলিসু ফিকহিন খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা

অনুবাদ

দ্বিন শেখার একটি মজলিস ষাট বছর নফল ইবাদতের থেকেও উত্তম।